Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে ঈদ রিইউনিয়নে প্রাণবন্ত মিলনমেলা; বিটিভির সাবেক উপস্থাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির আয়োজনে আনন্দঘন সন্ধ্যা

নিউইয়র্কে ঈদ রিইউনিয়নে প্রাণবন্ত মিলনমেলা; বিটিভির সাবেক উপস্থাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির আয়োজনে আনন্দঘন সন্ধ্যা

নিউইয়র্কে ঈদ রিইউনিয়নে প্রাণবন্ত মিলনমেলা; বিটিভির সাবেক উপস্থাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির আয়োজনে আনন্দঘন সন্ধ্যা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিউইয়র্কের কিউ গার্ডেনের নিজস্ব বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় ও পারিবারিক রিইউনিয়নের এক মনোজ্ঞ আয়োজন করেন বিটিভির সাবেক জনপ্রিয় উপস্থাপক, শিক্ষাবিদ ও নাট্যাভিনেত্রী শাহরিন আশরাফ লিটা এবং তার স্বামী প্রকৌশলী জারিফ আশরাফ।

গত রবিবার, ৩০ মার্চ বিকেল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে নিউইয়র্কের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিডি নিউজ সম্পাদক এবং মূলধারার রাজনৈতিক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক আয়েশা আক্তার রুবি, আইটি প্রকৌশলী হাসিব, প্রকৌশলী উবায়ের, মি. রশিদ, কাজী আসলাম বাচ্চু, কাজী আবরার হোসেন, মেজর জহুর ও মিসেস জহুর, সেলিম আহমেদ, মোহাম্মদ রহমান চয়ন, সাবিনা আক্তার প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আয়োজক দম্পতির তনয় আনাতুল, পুত্রবধূ জেনিফার, দৌহিত্রী শিশু ইভি এবং প্রকৌশলী জারিফ আশরাফের মমতাময়ী মা নাসিম আক্তার। দেশ ও প্রবাসের অর্ধশতাধিক অতিথি এই রিইউনিয়নে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশিত হয় রকমারি ও সুস্বাদু ঈদের খাবার। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে প্রাণবন্ত আড্ডা, গল্প, স্মৃতিচারণ ও উষ্ণ শুভেচ্ছা বিনিময়।

সব মিলিয়ে এটি পরিণত হয় এক আনন্দঘন ঈদ উৎসবে, যেখানে মিলেছে প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে কিছুটা অবসর, স্মৃতি আর আত্মীয়তার বন্ধন।